এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 04 জুলাই 2021 15:13

মজার ছেলেবেলা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ছেলেবেলার দিনগুলোকে
      যায় কি কভু ভোলা!
আলতো স্নেহের পরস মেখে
      দুলকি তালে চলা।

ইচ্ছে হলেই উড়িয়ে দিতাম
      পরীর মত ডানা,
উড়ে যেতাম যেথা খুশি
      করতো না কেউ মানা।

বাবলা গাছের বনের ধারে
      ফুল কুড়াতে যেতাম
সারা গাঁয়ে জড়িয়ে নিয়ে
      মায়ের গালি খেতাম।

সাথীসনে কিনে নিতাম
      পাঁচ পয়সার তেঁতুল,
তার চেয়েও লাগতো ভাল
      বেত গাছের ঐ বেথুল।

ধুলো,বালির কোরমা পোলাও
      সাজিয়ে নিতাম ঘরে,
মুচকি হেসে বলতো বাবা
      লাগলো কেমন ওরে?

কলাপাতার ছাউনি দেয়া
      ঘর বানিয়ে নিয়ে,
কতই খুশি হতাম সেদিন
     পুতুল বিয়ে দিয়ে।

ছেলেবেলার সেদিন গুলো
      স্মৃতির ফ্রেমে আঁকা,
চাইলে শত বারেও সে সব
       যায়না ধরে রাখা।            
            
483 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:48
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য