শনিবার, 28 আগষ্ট 2021 14:02

বঙ্গবন্ধু ও বাংলাদেশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বঙ্গবন্ধু এবং বাংলাদেশ 

বাংলাদেশের সৌর দীপ্ত 
রক্তিম ইতিহাস 
স্বর্ণে মোড়া নীল চাঁদোয়ার 
নিম্নে হীরক খাস।

গুল্মলতা সবুজ পাতার
নির্মল সু-বাতাস 
দোয়েল ডাকা ভোর বিহানে 
রঞ্জিত আকাশ। 

মাঠের পরে মাঠ সাজানো 
সোনালী ধান আর
চোখ ধাঁধানো মন ভোলানো 
ঢেউয়ের দোলা তার। 

সাগর নদী জল জলধির
কল্লোলে ঝংকার 
পাহাড় গিরি ঝর্ণা ধারার
মধুর অহংকার। 

ধান শালিকের উড়াউড়ি 
ঘুঘুর ঘুঙুর পায়
বুলবুলি আর ধান কাউনের
মধুর পরশটায়।

বনের সুজন কোকিল কূজন 
ময়না টিয়া গায়
স্বাধীন মনে চলছে সবাই 
যে জন যেমন চায়।

ভাস্বর দান কার অবদান 
এই ইতিহাস বল্
জানিস না ভাই জানবে তবে 
আমার সাথে চল্।

লাল সবুজের ঐ নিশানে
দেখ্ করে ঝলমল 
বঙ্গবন্ধু শেখ মুজিবের
চেহারা মখমল।            
            
469 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:57
শেয়ার করুন
আতাউর রহমান নোমান

আতাউর রহমান নোমান ১০ই মার্চ ১৯৮২ ইং সনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল বারী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাতা একজন আদর্শ গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লেখাপড়া শেষ করে তিনি কুলাউড়া উপজেলাধীন রবির বাজার আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি স্বনামধন্য পাল্লাথল চা বাগানে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যস্তঘন জীবনে অত্যন্ত বিচক্ষণতার সহিত কবিতার পাশাপাশি গান, গজল, ইসলামি সংগীত ও গল্প লিখে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান দেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে সুরারোপিত হয়ে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে শোনা যায়।

আতাউর রহমান নোমান এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক XLqVRryA শুক্রবার, 21 জুলাই 2023 01:30 লিখেছেন XLqVRryA

    Second part Clinical aspects reddit where buy priligy In order to ensure that he would not indulge, he still greeted Hades Sword Spirit in advance

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.