শুক্রবার, 05 নভেম্বর 2021 18:54

রঙের-ব্যথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মোঃ বাবুল ?

মনের মাঝে ব্যথার জোয়ার 
মন সাগরে খেলে, 
রঙবেরঙের কষ্ট ব্যথায়
রোজ নিশিতে ঠেলে!

                 ভুবন জুড়ে বিন্দু খানিক
                 পাইনি কোন আশা,
                 আপন করে নীলের বিষে 
                 বাঁধছে ঘরে বাসা!

মনের ভাষা বোঝার মতো
পাইনি খুঁজে কিছু,  
তাইতো নিশি দিন-রজনী 
করছে ব্যথায় পিছু!

                আশার তরী ভাসাই জলে
                পাল ছিঁড়ে যায় নীড়ে,
                মান অভিমান নিত্য কাঁদায় 
                হাজার লোকের ভীড়ে!

আমার মনের কুঞ্জ বনের
সুখ দিয়েছে আড়ি, 
তাইতো আমি নিত্য খুঁজি 
সুখ দুলালের বাড়ি!            
            
377 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:39
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

এই বিভাগে আরো: « প্রেম সাগর ভণ্ড পীর »

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.