এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 30 নভেম্বর 2021 17:23

মাফ করে দাও প্রভু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মাফ করে দাও প্রভু

পাপ করেছি পাহাড় সমান 
নাই'তো কিছু জানা, 
মাওলা তুমি মাফ করে দাও
পাপের বোঝা খানা!

    চলায় বলায় কতো রঙে 
    পাপ করেছি কতো,
     মাওলা আমি পাপের বোঝায়
     শির করেছি নতো!

মাওলা তোমার রহম দিয়ে
দাও করে দাও খাঁটি, 
তোমার রহম ছাড়া মাওলা 
হয়না-------পরিপাটি! 

     জগত জুড়ে শ্রেষ্ঠ আমার 
     গুনায় ভরা খাতা,
     পাপের বোঝায় ভেঙে যাচ্ছে 
      আকাশ সমান মাথা!

মাওলা তুমি ন্যায় বিচারক 
তুমি'ই সবার খালিক,
তোমায় ছাড়া বলবো কাকে
শ্রেষ্ঠ আমার মালিক!            
            
402 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:47
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য