শুক্রবার, 20 মে 2022 08:25

নামলো খুশির ঢল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নামলো খুশির ঢল।

চাঁদ দেখেছি বাঁধ ভেঙেছি
নামলো খুশির ঢল,
ঈদ এসেছে নীদ ভেঙেছে
খোকা-খুকির দল।

ঈদ মোবারক ঈদ মোবারক 
ঈদ মোবারক ঈদ, 
খোকা-খুকি ধরছে এবার
বিশাল রকম জীদ।

খোকা-খুকি বসলো এবার
বাবা-মায়ের কোল,
অনেক কিছু দিতে হবে 
করে কল/রোল।            
            
366 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 00:00
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.