মঙ্গলবার, 24 মে 2022 00:16

কাঠবিড়ালি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কাঠবিড়ালি 

কাঠবিড়ালি কাঠবিড়ালি 
পেয়ারা আম খাও?
পাকা ফলের মিষ্টি ঘ্রাণটা
নিত্য ক্যামনে পাও?

মগ ডালের ওই উপর পানে
ক্যামনে তুমি চাও?
ক্যামন করে খাওগো তুমি 
একটু কাঁচা তাও?

ফলটি খেলে ভালো কথা
নাচাও কেন লেজ?
পরের ফলে দারুণ মজা
বাড়ে তোমার তেজ?

এমন ভাবে খাচ্ছো কেন
সবার গাছের ফল?
ফলটি খেয়ে খোসা ফেলো
কেন করো ছল?

বলছি তোমায় শুনো ওগো
বন্ধু হতে মোর,
দুজন মিলে নাচলে পরে
ভাঙবে তোমার ঘোর।            
            
856 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 09:58
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella শুক্রবার, 05 জানুয়ারী 2024 19:49 লিখেছেন Unrella

    Different normal white cell ranges depend on the urine sample, and the results should be interpreted accordingly comprar remedio levitra

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.