মঙ্গলবার, 28 এপ্রিল 2015 16:46

শেয়ালের বুদ্ধি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এক যে ছিলো ধূর্ত শেয়াল
করতো বনে বাস
সাতদিন সে পায় না খেতে
করছে উপবাস।

দুপুর বেলা মাংস দেখে
বোকা কাকের মুখে
হুক্কা হুয়া ডেকে ডেকে
বললো মনের সুখে।

তুমি দেখতে বড্ড ভালো
কাজল কালো আঁখি
সুডাম তোমার দেহখানি
ভারী সুন্দর পাখি।

কাকটা তখন বসেছিলো
গাছের উঁচু ডালে
সুযোগ বুঝে ধূর্ত শেয়াল
বুদ্ধি এঁটে ফেলে।

মাংসটা তার খেতে হবে
যেমন করে হোক
কাকটা কিন্তু বুঝলো না
ধূর্ত শেয়ালের ফোক।

ধূর্ত শেয়াল মিষ্টি কণ্ঠে
বললো কাকের রূপ
কাকের গলায় মধুর সূর
সেকি অপরূপ।

বহু গুণের কথা শুনে
কাক যে খুশী বেজায়
বোকা কাক ফাঁদে পড়ে
আর যাবে কোথায়?

কা-কা স্বরে মুখে সে
যেই না তুললো সূর
মাংস টুকরো পড়ে গেলো
শেয়াল বললের ধুর।

তোমার গান তুমি শোনো
গানের দরকার নাই
মাংস টুকরো পেয়ে গেছি
আমি এখন যাই।

এমনি ভাবে একের খাবার
অন্যে নিচ্ছে কেড়ে
পাঁজী শেয়াল ভীষণ চালাক
জানায় লেজ নেড়ে।            
            
515 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 16 আগষ্ট 2020 12:07
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক QqoZJoW সোমবার, 06 নভেম্বর 2023 10:59 লিখেছেন QqoZJoW

    A variety of antihypertensive medications are available for hypertensive emergencies; the choice of drug depends on the type of emergency and the individual patient levitra 5mg generique Of course, some periods are always light so this is not necessarily a differentiator anyway

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.