এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 29 এপ্রিল 2015 19:23

বৃষ্টির ছড়া

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বৃষ্টির ছড়া

বৈশাখী ঝড়ে
উড়ছে ধুলা
পথের ধারে
পাতার ভেলা ॥

পড়ছে ঘরে
টিনের চালে
করুণ সুরে
মধুর তালে ॥

গগন জুড়ে
মেঘের খেলা
গাঁয়ের 'পরে
বৃষ্টির মেলা ॥

মাঠের 'পরে
রাখাল ছেলে
ধেনুর তরে
চলছে দুলে ॥

বাদল ঘোরে
নাচন ভুলে
কৃষাণ ভরে
আরাম থলে ॥

দিনের পরে
রাতের কোলে
বৃষ্টির ক্রোড়ে
জোছনা ঝুলে ॥

বৃষ্টির সুরে
মনযে ঢুলে
চোখের পরে
পালকি চলে ॥

সবার পরে
যায়যে চলে
ঘুমের ঘরে
দরজা খুলে ॥

29/04/15            
            
907 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য