শনিবার, 23 মে 2015 14:37

শিশুর জন্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শিশুর জন্য 

আয় ছেলেরা 
আয় মেয়েরা 
লেখাপড়া করি, 
লেখাপড়া করে 
আমরা নতুন 
জীবন গড়ি। 

স্কুলে গিয়ে 
ফাঁকি দিয়ে 
করবোনা তো খেলা, 
সময় থাকতে 
পড়তে হবে 
বয়ে যাচ্ছে বেলা। 

খেলার ছলে 
দুষ্টের দলে 
কেউ যেয়ো না ভাই 
দুষ্টের দলে 
আসলেই 
ভালো কিছুই নাই। 

মন দিয়ে 
লেখা পড়া 
করতে হবে ভালো 
বড় হয়ে 
দেশের জন্য 
জ্বালো একটু আলো। 

তোমরা যদি 
ভালো হয়ে 
করো লেখা পড়া 
সুস্থ হবে 
দুস্থ সমাজ 
সুন্দর হবে ধরা।

দেশের জন্য 
এগিয়ে এসে 
বাড়াও তোমার হাত 
তোমরা হবে 
দেশ কাণ্ডারি 
জ্বেলো আলো প্রভাত। 

হিংসা বিদ্বেষ 
সকল ভুলে 
দেশের জন্য ভাবো 
সত্যিকারে 
ভালো দেশ 
আমরা খুঁজে পাবো।            
            
740 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 24 মে 2015 22:59
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

5 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক pPYlEoFa মঙ্গলবার, 09 জানুয়ারী 2024 00:40 লিখেছেন pPYlEoFa

    Hypertonic saline has a greater osmotic pressure as compared to the more commonly used crystalloids generic name for cialis Genetic Counseling and Testing

  • মন্তব্যের লিঙ্ক সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) রবিবার, 24 মে 2015 23:05 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)

    ধন্যবাদ না জানিয়ে পারছি না, আবু সাঈদ সরকার দাদু ভাইয়াকে, আপনার মন্তব্য গ্রহণযোগ্য এবং প্রশংসার দাবীদার, সংশোধন করা হয়েছে। এভাবে সকলেই গঠনমূলক সমালোচনা আশা করি সকলের কাছ থেকে। সকলকে ধন্যবাদ দিলুম পূনর্বার।

  • মন্তব্যের লিঙ্ক আনামিয়া রবিবার, 24 মে 2015 01:32 লিখেছেন আনামিয়া

    সবক সুন্দর । ভাল লাগলো । জনাব, মোঃ আবু সাইদ সরকার এর মন্তব্য আমার খুব ভাল লেগেছে । আমি তিনির সাথে এক মত । সে সাথে আমারদের ক্ষুদ্র লেখা গুলোর এমন সুন্দর মন্তব্য আশা করি । ধন্যবাদ ।

  • মন্তব্যের লিঙ্ক হুমায়ুন আবিদ শনিবার, 23 মে 2015 18:17 লিখেছেন হুমায়ুন আবিদ

    ভাল লিখেছেন,একটু দেখে নিবেন

  • মন্তব্যের লিঙ্ক মোঃ আবু সাইদ সরকার শনিবার, 23 মে 2015 16:01 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার

    স্কুলে গিয়ে
    ফাঁকি দিয়ে
    করবোনা তো খেলা,
    (এটা হলে কেমন হতো ভাই)
    নষ্ট হবে
    দুষ্ট সমাজ
    সুন্দর হবে ধরা।
    (এই স্তবকে একটুু সামঞ্জস্য হীন লাগছে।
    সুস্থ হবে
    দুস্থ সমাজ
    সুন্দর হবে ধরা।
    (এমন হলে কেমন হতো ভাইয়)
    খুব সুন্দর শিশুতোষ ছড়া খুব ভালো লেগেছে।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.