এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 01 জুলাই 2015 09:07

পাখির অসহায়ত্ব

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ছোট্ট একখান 
পাখির বাসা
সেখানে দু'খান ছা।

ডানার ভিতর
আঁকড়ে রাখে
দুইটি ছানারে মা।

আঁদার খোঁজে
পুরুষ পাখি
হন্যে সে দিনোমান।

বাসায় যে তার 
ক্ষণ গুণে যায়
সহাগ ভরা সন্তান।

মগডালেতে 
সেই বাসাটি
বাতাসেতে দোল খায়।

সেই দোল যেন 
ঝড়ের আঘাত
হানে সেই পাখিটায়।

সন্ধ্যা বেলায় 
আঁদার মুখে
যেই পাখিটি ফিরে।

আত্মহারা 
ছানা দু'টির
হরষ উথলে পড়ে।

নিত্য দিনের 
মতোই পাখি
এক সে সন্ধ্যা বেলা।
 
ফিরেই দ্যাখে 
শূন্য বাসা
ছানাদের নাই খেলা।

ছেঁড়া পালক 
পড়ে আছে
ভাঙ্গা বাসার পরে।

আঁতকে উঠে 
মুখের আঁদার
ছিটকে গেলো ঝরে।

সঙ্গী যে তার 
বিলাপ করে
চিৎকারেতে কাঁদে।

আকাশ বাতাস
কাঁপছে যেন
মায়ের আর্তনাদে।

দুষ্ট বালক 
খেলার তরে
নিয়ে গেছে সেই ছা।

কলিজার ধন 
ছিঁড়ে নেয় ক্যান
হায়রে সর্বনাশা?

বালক যখন 
খেলতেছিল
লইয়া পাখির ছানা। 

মাথার উপর
আহাজারির
শব্দ গেলো শোনা।

খেলার সময়
সেই ছানারা
কষ্টে যায় যে মারা!

ক্ষান্ত হলো 
মরণ খেলা
কাঁপল যেন ধরা।

মরা ছা'দের 
আদর করে
পাখি দুটি যে তাই।

কোন সুদূরে 
চলে গেছে
আর তারা ফিরে নাই।


(ছড়াটির পর্ব বিন্যাস 
৪+৪+৬ =১৪ মাত্রা)            
            
800 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

3 মন্তব্য