এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 জুলাই 2015 21:49

---'': ঝালছড়া - ১৪৬ :'----

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ---'': ঝালছড়া - ১৪৬ :'----
- নূরুজ্জামান ফিরোজ

মুখের কথায় চাঁদ দিয়েছে
আলতো করে হাত দিয়েছে
তোমার আমার মাথায়,
এখন আবার বাদ দিয়েছে
নেই তালিকা খাতায়।

পায়না সময় এখন ভাবার
তপ্ত রোদে শুকাই আবার
বর্ষাতে রোজ ভিজি,
বলতে গেলেই পি.এস বলেন
'লিডার এখন বিজি'।

মনের ব্যথা জমিয়ে রাখি
রাগ-অভিমান কমিয়ে রাখি
কষ্টে জীবন যাপন,
হয়তো আবার তুমি-আমিই
তার হবো খুব আপন।

আজকে যারা তার পাশে
ঘুর ঘুর ঘুর চারপাশে
করছে নানান ফন্দি,
তারাই দেখো হবে নেতার
আসল প্রতিদ্বন্দ্বী।

রচনা - ২৪/৭/১৫
ঢাকা            
            
863 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নূরুজ্জামান ফিরোজ

নূরুজ্জামান ফিরোজ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য