সোমবার, 27 জুলাই 2015 18:28

চেগামিঞা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                চেগামিঞা 
বাট্টু
সাধ হবে লম্বা।

লোকে তারে 
নাম দেয়
আরবের দুম্বা।

গোস্বাতে 
চেগা তাই
পাক দেয় দড়িটার।

ফাঁস দিয়ে 
লাশ হবে
এই ভয় বাড়িটার।

মায়ে তার
চেগাটার
খোঁজ নেয় বারেবার।

মুড দেখে
চুপ সব
রাশভারী চেগাটার।

দোর এঁটে
দড়িতে
সিলিং এর ফ্যানটায়। 

রিং বেঁধে
পাখাতে
চেগাটায় ঝুলখায়।

এক ঝুলে
দুই ঝুলে
তিন ঝুলে যেই যায়।

দড়ি ছিঁড়ে
থ্যাক্কৎ
য়্যাঁ য়্যাঁ চেগাটায়।

(স্বরবৃত্তে রচিত ছড়াটিতে প্রতি
স্তবকে মাত্রা আছে ১১টি)            
            
773 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 27 জুলাই 2015 18:34
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella রবিবার, 29 অক্টোবর 2023 03:31 লিখেছেন Unrella

    UK Victoria Rees, UK government introduces trade restrictions to reduce drug shortages, European Pharmaceutical Review, 3 October 2019 levitra for sale online

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.