শনিবার, 01 আগষ্ট 2015 22:30

খোকার স্বাধীনতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                খোকার স্বাধীনতা 

মাকে বলেছি-
মাগো আমার স্বাধীনতা কই?
রাগ করেনা খোকন সোনা
তোর পাতে দিছি গামছা বাধা দই।

মোয়া মুড়কি এনে দেবো
ওটা চাসনে বাছা
স্বাধীনতা এখনও পোক্ত হয়নি
ওযে এখনও কাঁচা।

মিথ্যে কথা বলে আমায়
ঘুম পারিয়ে রাখে
ঘুমের ছলে চুপটি করে
দেখি, মা যেনো কি আঁকে।

সকাল বেলা বলে সোনা
আমার কাছে আয়-
স্বাধীনতা তোর একে দিলাম
লাল-সবুজ পতাকায়।            
            
1029 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

3 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক bneDpQ রবিবার, 30 জুলাই 2023 03:27 লিখেছেন bneDpQ

    A hematocrit value below 24 was associated with significantly more post operative AKI in cardiac surgery patients with systemic inflammatory response syndrome who are known to display a sepsis alike inflammatory state 71 how to make viagra with garlic Increased incidence in testicular cancer was thought to be due to early life stage exposures to environmental estrogens and or antiandrogens, which interfere with the ability of gonadal steroids to support tissue differentiation in the fetal period 94, 95

  • মন্তব্যের লিঙ্ক সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) মঙ্গলবার, 04 আগষ্ট 2015 21:33 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)

    সোনামনিদের জন্য ছড়া, দেখবেন বেশ কড়া। চোখ হবে ছানাবড়া......আপনি দেখি ঘাড় ত্যাড়া, বাজাবো কিন্তু কেড়াব্যাড়া।
    আমি কবি ছন্নছড়া...............

  • মন্তব্যের লিঙ্ক হুমায়ুন আবিদ মঙ্গলবার, 04 আগষ্ট 2015 08:21 লিখেছেন হুমায়ুন আবিদ

    খুবই সুন্দর ছড়া ভাল লাগলো

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.