অত্র "বিকাশ সাহিত্য পরিষদ" এর গুণী কবিগণের মান সম্মত কবিতা নিয়ে প্রতি বৎসর বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ "কবি বিকাশ" প্রকাশ করা হবে। এ কার্যক্রম অমর একুশ বইমেলা ২০২২ হতে চালু করা হবে। প্রকাশিত কাব্যগ্রন্থের প্রত্যেককে একটি বই বিনামূল্যে প্রদান করা হবে এবং অতিরিক্ত বই নিতে আগ্রহী হলে অর্ধেক মূল্য প্রদান করতে হবে। প্রতি শুক্রবার অত্র পরিষদের মানসম্পন্ন লেখাসমূহ 'কবি কবিতা' মোবাইল অ্যাপস এ প্রকাশ করা হবে। এখানে লেখা প্রকাশিত হলে লেখার স্বত্ব সংরক্ষণ করার দায়িত্ব অত্র পরিষদের।
এখানে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে না। নতুন একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন। একাউন্ট তৈরি করতে অথবা লেখা প্রাকাশ করতে কোনো সমস্যা হলে যোগাযোগ করুনঃ +৮৮০১৯২৩ ৪২৩ ৬৩৫, +৮৮০১৮১৯ ৮৯৮ ৭১৫।