তুফান মাজহার খান

তুফান মাজহার খান

কবি পরিচিতিঃ তুফান মাজহার খান তরুণ প্রজন্মের কবি, ছড়াকার ও কথাসাহিত্যিক। তিনি ১ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে গাজীপুর জেলার শ্রীপুর (থানা) পৌর এলাকার লোহাগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ মোশাররফ হোসেন (অবঃ সার্ভেয়ার) এবং মাতার নাম হালিমা আক্তার (গৃহিণী)। শিক্ষা জীবনের অধিকাংশ সময় তিনি সেখানেই পার করেছেন। তিনি ২০০৬ সালে লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি তথা পিইসি পাস করেন। তারপর ২০১৩ সালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৫ সালে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ঢাকা কলেজে দর্শন বিভাগে ২য় বর্ষে অধ্যয়ন করছেন। তার লেখা ছড়া, কবিতা, গল্প বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, মাসিক ম্যাগাজিন এবং বিভিন্ন ওয়েব পোর্টালে প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা ২০১৭ তে তার সাতটি যৌথ বই প্রকাশিত হয়। এর মধ্যে চারটিতে কবিতা, দুইটিতে ছোটগল্প ও একটিতে গীতিকাব্য ছাপা হয়। উল্লেখযোগ্য বইগুলো হলো মিডিয়ার পিছনের গল্প, গল্পে জীবনের প্রতিচ্ছবি, পিরিতের সাতকাহন, নিশিপদ্ম, জেগে ওঠো বাংলাদেশ, জীবনের যত কাব্য ও সেতু। ২০১৮ বইমেলায় ইনশাআল্লাহ তার ৮ টি বই আসবে। এর মধ্যে সাতটি যৌথ ও ১টি একক বই থাকবে। তার প্রকাশিতব্য উপন্যাস "অন্তিম প্রতীক্ষা"। বইটি ফেব্রুয়ারি'১৮ থেকে কিনতে পারবেন রকমারি ডট কম থেকে। তরুণ এ কবি ও কথাসাহিত্যিক তার মৃত্যুর আগ পর্যন্ত লিখে যেতে চান। বিরাজ করতে চান সাহিত্যের রাজ্যে। সকলের দোয়া ও ভালোবাসা তার এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।