শুকুর আলী মল্লিক

শুকুর আলী মল্লিক

শুকুর আলী মল্লিক (আবদুস শুকুর আলী মল্লিক), ভারতের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পূন্যগ্রামে ১১ ফেব্রুয়ারি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হোসেন মল্লিক, মাতা অতুবা বিবি। তাঁর জন্মের পর থেকেই পিতার স্নেহে থেকে বঞ্চিত হয়ে নিঃসন্তান মামা আয়ুব মল্লিক (বাবু), মামীমা বহিমা বিবি (ছোট মা) পুত্রস্নেহে লালিত পালিত হন। গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে এলাহাবাদ থেকে সংগীতে সিনিয়র ডিপ্লোমা ও সুরকার/গীতিকার/নাট্যকারশীপ অর্জন করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি।বাৎসরিক ম্যাগাজিন সম্পাদনা।পরবর্তীতে বিভিন্ন পত্রিকা সম্পাদনা করা। কিছুদিন শিক্ষকতা। বর্তমানে চার মেয়ে ও এক ছেলে। ১৯১১ সালে পবিত্র হজ্বব্রত সম্পাদন করেন। হজ্বের পর সব কিছু ছেড়ে দিয়ে কেবল লেখালিখিতে মনোনিবেশ করেন। মহান আল্লাহ্ পাকের দাওয়াতের কাজে নিবেদিত প্রাণ। নিজের প্রতিষ্ঠাত গ্রুপ "কালি ও কলম সাহিত্য ভূমি" এ ছাড়া বর্তমানে ১০/১৫ টি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা ও পরিচালক।বিভিন্ন গ্রুপের বিচারকার্য পরিচালনা করছেন। তাঁর আর একটা পরিচয় তিনি সকলের দাদুভাই। তাঁর লেখা বাংলাদেশের অনেক যৌথ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। টাকা দিয়ে কাব্যগ্রন্থ প্রকাশে অনিহা থাকায় একক কাব্যগ্রন্থ প্রকাশ করেননি। তিনি বাংলাদেশ সফর করেন ২০২০ সালের মার্চ মাসে। সফর কালে বাংলাদেশের সাহিত্য জগতে সকলের মন জয় করেছেন। তাঁর সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।