শিবলু আলম

শিবলু আলম

শিবলু আলম বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ১৯ নভেম্বর ১৯৮৮ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-আঃ রহমান দুলু, মাতা-সাজেদা বেগম। পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কবিতা,ছড়া, প্রবন্ধ, গান ও উপন্যাস লেখালেখি করে থাকেন। তিনি বীর মুক্তিযোদ্ধা রশিদ ফকির একাডেমি, মাওনা চৌরাস্তা ,শ্রীপুর, গাজীপুরে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতাঃ বি. এস. সি. (অনার্স). এম. এস. সি। তিনি বিবাহিত, শারীরিক অবস্থা শারীরিক প্রতিবন্ধী (বাম পায়ে সমস্যা), ধর্মঃ ইসলাম। প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ ১৭ টি। উল্লেখযোগ্য গ্রন্থ, কবি ও কবিতার বনে, কলম সৈনিক, কবিতার অন্তর্বয়ন, একুশে বর্ণমালা। অর্জনঃ দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে ৫০টির অধিক সাহিত্য পদক।