Sample Data-Articles

পাগলের সুখ সুখের জন্য সবাই পাগল পাগলের কোন সুখ নেই, ভাবের পাগল ক'জন আছে নিত্য হাসে এমনিতেই। ভবের জন্য সবাই পাগল পরকালের পাগল নাই, সত্য মিথ্যা জট পাকিয়ে আসল পাগল ক'জন পাই। দুর্বিসহ জীবন সাগর তবুও পাগল খুশি রয়, ভবের মেলায় যুক্ত হলে কেহ সেথা সুখি নয়। পাগলের সুখ পাগল বোঝে অন্য কেহ বোঝে না, সত্যিকারের পাগল যাঁরা বেশি সুখ সে খোঁজে না। ম্বার্থের জন্য জ্ঞান হারিয়ে পাগলের বেশ ধরে ভাই, স্বার্থ হাসিল হলে দেখবে আসলে ভাই পাগল নাই। পাগল চেনা বড়ই কঠিন পাগলেও খোঁজে সুখ, সকল সময় ভেবে দেখি সত্য কথায় খুব অসুখ।
Pin It

Pin It
কপিরাইট আইন, ২০০০
( ২০০০ সনের ২৮ নং আইন )

অধ্যায়-১৫
অপরাধ এবং শাস্তি
প্রণেতার মিথ্যা কর্তৃত্ব আরোপ ৮৯। কোন ব্যক্তি-

(ক) প্রণেতা নহেন এমন কাহারো নাম কোন কর্মের ভিতরে বা উপরে বা উক্ত কর্মের পুনরুৎপাদিত অনুলিপির ভিতরে বা উপরে এমনভাবে সন্নিবেশ বা সংযুক্ত করেন যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে ঐরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা; অথবা

(খ) এমন কোন কর্ম প্রকাশ, বিক্রয় বা ভাড়ায় প্রদান করেন অথবা বাণিজ্যিকভাবে জনসমক্ষে প্রদর্শন করেন যে, কর্মের ভিতরে বা উপরে এমন কোন ব্যক্তির নাম এমনভাবে সনি্নবেশ বা সংযুক্ত করা হইয়া থাকে যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে, ঐরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা বা প্রকাশক, কিন্তু যিনি তাহার জানামতে ঐরূপ কর্মের প্রণেতা বা প্রকাশক নহেন; অথবা

(গ) দফা (খ) এ উলি্লখিত কোন কর্ম করেন বা সেই কর্মের পুনরুৎপাদন বিতরণ করেন যে কর্মের ভিতর বা উপরে কোন ব্যক্তির নাম এমনভাবে সন্নিবেশ বা সংযুক্ত করা হয় যাহাতে এই মর্মে ইঙ্গিত করে যে, ঐরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা, কিন্তু যিনি তাহার জানামতে ঐরূপ কর্মের প্রণেতা নহেন, অথবা কর্মটি জনসমক্ষে সম্পাদন করেন বা কোন বিশেষ প্রণেতার কর্মরূপে কর্মটি সমপ্রচার করেন যিনি যাহার জানামতে ঐরূপ কর্মের প্রণেতা নহেন;

তিনি অনূর্ধ্ব দুই বৎসর কারাদণ্ড বা অনূর্ধ্ব পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।

(এই সাহিত্য পরিষদের সকল লেখা কপিরাইট আইনের অন্তর্ভুক্ত)
Pin It
 
মোঃ নাজমুল কবির
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
 

রানা মাসুদ
নির্বাহী পরিচালক

মহসিন আহমেদ
উপ-নির্বাহী পরিচালক

মুজিবুর রহমান মুনীর
পরিচালক

উপদেষ্টা ও সমালোচক

উপদেষ্টা

উপদেষ্টা
     
 
সাধারন সম্পাদক

সভাপতি

সাংগঠনিক সম্পাদক

সহ-সভাপতি

সহ-সভাপতি

সহ-সভাপতি

সহ-সাধারন সম্পাদক

আহমেদ দীন রুমি
দপ্তর সম্পাদক

সাহিত্য সম্পাদক

কোষাধ্যক্ষ

নুরুন্নবী জামশেদ
প্রচার সম্পাদক

নেয়ামুস সালেহ মিশুক
আইন বিষয়ক সম্পাদক

আরজুমান বানু
মহিলা বিষয়ক সম্পাদিকা

কার্যকরী সদস্য

কার্যকরী সদস্য
     

 ছবি পরিবর্তন করতে চাইলে, ই-মেইল করুনঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

Pin It

নির্মাণাধীন...

Pin It