1. পরিষদে লেখকদের লেখা
পারভেজ হুসেন তালুকদার

পারভেজ হুসেন তালুকদার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরকাভাইস এবং গ্রান্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত কবি কাব‍্য কিশোর পারভেজ হুসেন তালুকদার ২০০৫ ইং সালের ২৩শে আগষ্ট বাংলাদেশের অন্যতম সুনাম ধণ‍্য জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩ নং রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সবুজে ঘেরা শান্তিপ্রিয় জটিচর গ্রামের তালুকদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভীন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সকলের বড়। পড়াশোনায় ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় পাস করেন স্থানীয় গচিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্জন করেন ২০১৯ সালে গচিয়া শামসুদ্দিন সিকান্দার উচ্চ বিদ‍্যালয় থেকে। কারিগরি শিক্ষায় ২০১৯ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে গচিয়া পোস্ট ই সেন্টার থেকে ডিপ্লোমা ইন বেসিক ট্রেড এ সফল ভাবে পাস করেন। কবিতা লেখার প্রবল আগ্রহ নিয়ে কবি সাহিত্য জগতে প্রবেশ করেন। শুরু থেকে এখন পর্যন্ত তার কবিতার গুণগত মানের উপর ভিত্তি করে প্রথম স্থান পায় মাসিক কবিনগরের (ভারত-বাংলাদেশ) এক বিশেষ সংখ্যায়। বর্তমানে দেশের এবং ভারতের সকল শীর্ষস্থানীয় পত্র পত্রিকা সহ ম‍্যাগাজিনে নিয়মিত কবির ছড়া - কবিতা ছাপা হচ্ছে। কাব‍্য কিশোর উপাধি পেয়েছেন দক্ষিণ হাওয়া সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। কবি দেশের উল্লেখযোগ্য সাহিত্য পরিষদ গুলোতে অন‍্যতম একজন , দৈনিক কবিনগর বার্তার (ভারত-বাংলাদেশ) নির্বাহী সম্পাদক এবং মাসিক কবি ও কবিতার দেশ পত্রিকার প্রধান সম্পাদক। লেখাপড়াকে জীবনের লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছেন। প্রকাশিত কাব‍্য "প্রতিবাদ করবোই" (যৌথ কাব্যগ্রন্থ) ২১শে বই মেলায় প্রকাশিত হবে "কবির ভাষায় বঙ্গবন্ধু" (যৌথ কাব্যগ্রন্থ) এবং একক ছড়ার বই "ছড়ার লাটিম"।