এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 23 আগষ্ট 2015 00:52

অবুঝ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তার তরে মোর দিবস নিশি
উথান-পতন, কান্না-হাসি,
তার তরে ভাব অষ্ট দিশি
          ছড়ায় আলোড়ন;
বুকের ভেতর প্রমত্ততা
অসীম স্বপ্ন, অঢেল কথা,
তবুও সে কেন হায় বিধাতা
             বুঝেনা মোর মন?
তার তৃষে আট স্বর্গ ছাড়ি
ধূলোর পরেই থাকতে পারি,
স্বপ্নে ডুবায় দৃষ্টি তারি
               হৃদয় অনুখন;
তার ছবি দুই নয়ন মাঝে,
ঘোর তলে বধ সকাল-সাঁঝে, 
চায়না বুঝতে তাও কেনো যে,
                 প্রেম বুঝি এমন???            
            
818 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য