এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 28 আগষ্ট 2015 10:49

শতাব্দীর শ্রেষ্ঠ কবি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শতাব্দীর শ্রেষ্ঠ কবি
---
--------সুজন হোসাইন
---
হে মহান বিদ্রোহী কবি তুমি এসেছিলে
সূর্য উদয়ের পথ ধরে
সুনিবিড় বাংলার প্রান্তরে ।
ভোরের আকাশে দুরন্ত গাংচিল হয়ে
প্রাগৈতিহাসিক স্মৃতির বিবর্ণ পথে ।
অনেক রক্তের রূন্ধ্রে;
নারীর জ্বলজ্বলে আলোক ছটায়
করুণ,নিরীহ,নিরাশ্রয় অবয়ব
বদলের যুদ্ধে যুগান্তের ইতিহাসে ।
তাই তো আজো উচ্চারিত হয়
বজ্র কণ্ঠে সেই বাণী--
"বল বীর বল উন্নত মম শির
শির নেহারি আমারি নত শির
ওই শিখর হিমাদ্রির "।
বলবীর বলমহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি
চন্দ্র,সূর্য,গ্রহতারা ছাড়ি
ভূলোক,দ্যুলোক,গোলক ভেদিয়া
উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রির
"।
যুগে যুগে শতাব্দীর শেষে
ফিরে এসো হে মহান কবি গুরু
এমনি বিদ্রোহী হয়ে অন্তিম
মানুষের হৃদয় মন্দিরে
শতাব্দীর শ্রেষ্ঠ কবি হয়ে ।
---
27/08/15
১২ই ভাদ্র-১৪২২            
            
990 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য