এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2015 10:00

নির্দিষ্ট বিন্দু

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যদি পিছে থেকে চুপিসারে
এসে তুমি আঁটকিয়ে ধর চোখটি,
বলে দিতে পারি সেটা হবে
আমার চেনা তোমার মুখটি।
অবাক হয়ো না,
তোমার গায়ের নিদারুণ গন্ধ,
আমার মনেতে ছড়ায়
সুভাষীত এক নতুন ছন্দ।
কিছুটা বছর তোমার সাথেতে চলা
তোমার পাশেতে বসা
কতশত কথা তোমার সাথেতে বলা।
আজও বুঝি নি মন
কি তাঁর চাওয়া,
এ ঘাটে সে ঘাটে ছুঁটে চলেছে মন
 তবু যেন হলো না গন্তব্য পাওয়া।
হতভাগা মন বৃথা খুঁজে হয়রাণ
 ভালবাসার সে বিস্বাদ সিন্ধু
তোমাতে পড়ে রয়েছে মন
তুমি সেই নির্দিষ্ট বিন্দু।
জানি না কেন তোমাকে এতো ভাল লাগা,
বারে বারে কেন তোমাতে ফিরে আসা।
কেনই বা তোমার বিহনে ব্যাকুল মনে 
কেন এতো দুঃখ,
হয়নিকো বলা সে কথা
যাতে কমে হৃদে ব্যথা
মনে আসে গগণ ভরা সুখ।            
            
841 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য