এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 07 সেপ্টেম্বর 2015 07:00

নিশ্চল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                নিশ্চল সময় 
গিরির খাদে
চুইয়ে চুইয়ে গায়ের ঘামে।
কেউ বা হাঁটে
সময় গুণে
কেউ বা চলে ডানে বামে।

বেভুল পথে
সিন্ধু সেঁচা
দাম না জেনে বাজেট কষা।
বাঘের রক্ত
নিচ্ছে শুষে
আনকোড়া সব মাছি মশা।

তবু সময়
যাচ্ছে চলে
হিজি-বিজি চিত্র এঁকে।
নিত্য উষায়
বেদম আশায়
বুকের মাঝে মোরগ ডাকে। 

জোড়া পদে
তাল মেলাতে
তালকানা সব কমান্ডারে।
আল্লাহ নামে
দিনে জিকির
রাতের বেলায় হরে হরে।

যাচ্ছে সময়
পেটের তায়ে
পেটের ভিতর ডাকছে হাতি।
ঘাড়ের উপর
মাহুত বসে
হরহামেসা দিচ্ছে লাথি।

চটক হাসির
রজঃচ্ছটা
বিষ মাখানো অন্তরেতে।
পঁচা খালের
কাদা জলে
যাচ্ছি ভাসি সন্তরেতে।

যাচ্ছে সময়
গড্ডালিকায়
এমনি করে ভুল বেভুলে।
সূর্য কতো
ডুবছে মেঘে
লাল গোধুলীর অন্তরালে।

চলছে সময়
নিয়ম করে
অভাগাদের কপাল ছেড়ে।
চোখের পাতা
থমকে দাঁড়ায়
ঠায় বসে রয় লাঠি গেড়ে।            
            
802 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 14:21
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা