লক্ষ্য যদি না ঠিক থাকে, কেমন করে ছুইবে তাকে? কেমন করে আঁকবে বুকে বিজয় পথের নকশা বল? কাল কি হবে?জজ বা নেতা, আজকে থেকে ঠিক রাখো তা। স্বপ্নে মুড়ে চোখের পাতা সে রাস্তাতেই নিত্য চল। বইঠা ছাড়া নাও কি কভূ পৌছতে পারে তীরের তাবু? স্রোতের তোপে ক্রমেই কাবু হারায় অতল জলের তলে। আকাশ ছিড়ে,পাতাল খুড়ে সাগর কাটি, প্রাসাদ গড়ে, বিজয় লয়ে বীররা ফেরে কেবল অটল লক্ষ্য বলে। ক্ষণিক হাসি হাতছানিতে ডুব দিওনা অবোধ সাথে, এক-ই মোকা ভাঙবে হাতে? রইবে সেথায় বাঁচার মানে? খরগোশ ও কচ্ছপে সে গল্পটা তো জানাই পাশে, হারটা কেন বরবে শেষে? দৃষ্টি নিযুত তোমার পানে। জীবন পথে শুধুই বাঁধা, উঠতে বসতে অযুত ধাঁধাঁ। কাটিয়ে সবি চলতে সদা বিশ্বাস রাখো পাহাড়-দৃঢ়। সফল যারা সমাজ বুকে, শিখতে পারো তাঁদের দেখে। তাঁদের মাপা ছন্দ-ছকে চিনবে সত্য, মিথ্যা-গাঢ়।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা

আহমেদ দীন রুমি
খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।
আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 14 সেপ্টেম্বর 2015 11:48 লিখেছেন মোঃ নাজমুল কবির
ফেন্টাস্টিক, খুব ভালো লেগেছে, দারুন
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 13 সেপ্টেম্বর 2015 11:49 লিখেছেন দ্বীপ সরকার
দারুন লেখা।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.