এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 16 সেপ্টেম্বর 2015 19:20

অনাদৃতা (দ্বিতীয় তরঙ্গ)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                খোদার কসম অনাদৃতা
            পাই বা না পাই তোমায় পাশে,
আমার সকল ছন্দ ধ্যানে
             গন্ধ তোমার থাকবে মিশে।।
আমার তাবৎ চিন্তা বোনায়
              তোমার স্মৃতির স্পর্শ রবে,
যেমনি করে অঝোর ধারায়
                ভাদ্র মাসে বৃষ্টি নাবে।।
যেমনি করে মগ্ন পুরুত
                 সব বলি দেয় দেবীর পুঁজে,
খোদার কসম সেরূপ হয়েই
                  বাঁচবে তুমি আমার মাঝে।।
ডুবতে চলা মানুষ যেমন
               একমুঠো শ্বাস হাতরে ফিরে, 
থর-রা যেমন মেঘদেরে চায়
                মেঘ পেতে চায় সমুদ্ররে।
পিক যেরূপে সংবছরে
               বিলীন কেবল ফাগুন তৃষে,
খোদার কসম ঠিক তেমনি
                 বাঁচবে আমায় অহর্নিশে।।
জীবন-জুয়ার বাস্তবতায়
            কিংবা তোমার অনাগ্রহে,
থাক বা না থাক এ প্রেম-বাঁধন
           হোক আবাসন দু' ভিন গ্রহে।
স্বপ্নেরা সব আজন্মকাল
            রচবে তোমার রঙ্গভূমি,
খোদার কসম অনাদৃতা
               বুক বা-পাশেই থাকবে তুমি।            
            
808 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য