এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর 2015 13:44

পূর্বাপর

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অনেক কিছুই বদলেছি তোমায় হারানোর পর,
ঘুমানোর রুটিন থেকে
               তিনবেলার খাদ্যাভ্যাস পর্যন্ত।
রবীন্দ্র সরোবর বা সোহরাওয়ার্দী উদ্যানে
    কেউ নিতে পারেনা এখন।
অনেক কিছুই বদলেছি।।
কাঁটছাট করেছি পছন্দ আর
           অপছন্দের পরিসীমায়।
পরিত্যক্ত ভাঙা চশমার মতো
ফেলে দিয়েছি কিছু স্বপ্ন,
            প্রচণ্ড অবহেলায়,,,,,।
যতোটা উপেক্ষা কেবল মৃত্যুপথযাত্রীই করতে পারে
শিয়রে দণ্ডায়মান স্ফীতযৌবনা স্ত্রীর প্রতি।
অনেক কিছুই বদলেছি।।
বর্তমান পথ থেকে ভবিষ্যৎ গন্তব্য পর্যন্ত,
শুধু বদলাতে পারিনি কবিতা লিখার বদভ্যাসটা,;
লেগে আছে হৃদয়-রন্ধ্রে 
        পাত্রের গায় লেগে থাকা পনিরের মতো।
যদিচ তফাৎটা খুব বেশি নয়,
আগে ল্যাম্পপোস্টগুলোকেও চাঁদ ভাবতাম,
      আর এখন চাঁদকেই নিভন্ত কুপি ভাবি।            
            
857 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

6 মন্তব্য