এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 21 সেপ্টেম্বর 2015 11:11

শ্লোক চিরন্তনী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রেমের দুর্গন্ধ ঘেঁটে কানাকানি হয়েছে প্রচুর
অশ্লীল আবেগে ভরা প্রেমমগ্ন কবির মগজ,
প্রিয়ার কপোল, উড়ু, নিতম্ব ও অনেক কিছুর
বিলাসী বর্ণনা দিয়ে নষ্ট সব বিগত কাগজ।
অথচ চোখের পাশে সভ্যতার নগ্ন জয়-র‍্যালি,
হা-ভাতে, হা-ঘরে কাঁদে, দুর্বলেরা আমৃত্যুই মরে,
নি:স্বের সমস্ত কেড়ে দেবদল রচে নয়া হোলি,
এরপরে থাকা যায় মিথ্যে কিছু কল্পনা জঠরে?

প্রেমের কবিতা নয়, নয় কোন গল্প উপন্যাস
পৃথিবীর কলমেরা থেমে যাও শিলাদৃঢ় পণে,
যতোদিন আছে ক্ষুধা, অধিকারে অসম বিন্যাস
কেবল শ্লোগান হানো, "মুক্তি চাই রুদ্ধ বাতায়নে।
শ্রেণীর দেয়াল দলে জন্ম দাও শত শত শ্লোক,
ধর্ম- বর্ণ-জাতি নয়, মানুষ উপাধি সত্য হোক।            
            
924 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য