এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2015 08:19

শরতের সুর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শরতের সুর মনে বাজে আজ
অবসরে কৃষক নেই কোনো কাজ।
উজ্জ্বল ভাবানা মেখে আছে মুখে
নেশাতুর মন আজ আছে বড় সুখে।
সবুজ পাতা তার ডানা দেয় মেলে
শরতি হাওয়া এসে দিয়ে যায় দুলে।
গগণেতে সাদা মেঘ খুঁনসুটি খেলে
পবণেতে ভাসে সুধা শিউলি ফুলে।
শিশু মন আনমন গেছে বেলা ভুলে,
সারাদিন কাটে বেলা কাশফুল তুলে।
শরতের সাদা মেঘ যেন ধোঁয়া ধুপ,
কাল মেঘ কোথাথেকে এসে বলে চুপ।
সাদা মেঘ তুই এখন দূরে যা সর,
এখনি নামাব ঢল অঝরে অঝর।
সাদা মেঘ চলে গেল মুখ করে কালা,
কালা মেঘ নিজ মনে যায় করে খেলা।            
            
666 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য