এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 23 সেপ্টেম্বর 2015 10:20

ফিদা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এ বুকের বামপাশে
শুধু তোর নাম ভাসে,
        কী করি এখন?
রাজি হবি, আজ যদি
তোর হাতে হাত বাঁধি
                কাটাতে জীবন? 
 কে জানে কখন থেকে
আমার জীবনটাকে
                করলি বেহাল,
বেগতিক ক্ষণ আজি,
মোহনদে মন মাঝি
              খুলে দিছে পাল।
তোর কথা হাস-ধ্বনি,
ইশারার ভাষখানি
                 কতো কী যে আর!
করে দিছে পথভোলা,
লোহুকণা উচ্ছলা
                   বিলীন হবার।
বুঝলাম শেষমেশে
বাঁচা হবে লাশ বেশে
              তুই ছাড়া হায়,
দোহাই খোদার তোর,
রোধিসনে মনোদোর,
                বরে নে আমায়।            
            
664 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য