এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 28 সেপ্টেম্বর 2015 19:35

বেয়াড়া প্রণয়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শ্রাবণের মেঘ তোপে
ভয়ে যদি বুক কাঁপে,
       ছেড়ে দাও ধরে রাখা হাত;
আরো দৃঢ় ছাদ তলে
অনায়াসে ঠাই পেলে
      করে দাও অতীত নিপাত।
আমাতে নিরাশ যদি
যথেষ্ট এ অবধি,
          অভিনয়ে  নেই প্রয়োজন;
জল স্থল চরাচর
সবাই স্বার্থপর,
            হলেই বা তুমিও তেমন।
চেয়োনা বারেক মুখে,
আমিও থাকবো সুখে
            যদি জানি তুমি হাসো খুব,
সুখ-কে বাসিনি ভালো,
বাসি তোমা, তাই ঢালো
        হৃদয়ে যা চাও যতরূপ।
জানো? আমি খুব বোকা,
জানি তুমি আধুনিকা,
          বিধাতাও কাব্যিক নয়;
তবুও সকাল সাঁঝে
চষবো তোমার মাঝে
        শব্দের বেয়াড়া প্রণয়।            
            
879 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য