এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 04 অক্টোবর 2015 06:19

তুমি চলে গেলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তুমি চলে গেলে আমি সাজিয়ে
কবি হয়ে যাই
রবীন্দ্র স্বত্বা প্রবেশ করে
আমাতে।
তোমায় লেখা হয় নিয়ে হাজারো কবিতা।
তুমি চলে গেলে বুকপকেটে
লুকান কাগজ বের করে নতুন
অভিনেতার মতো রিয়ারসেল
করি নানা ঢং এ
যদি কিনা ভালবাসার কথাটা
বলতে পারি।
আয়নার সামনে নিজেকে
উপস্থাপন করি বিভিন্ন ভাবে,
পোঁচ দিতে থাকি নানান
স্টাইলে।
অামার পাগলামো দেখে
কোলাহল করে ওঠে আমার
দ্বিধাগ্রস্ত মন।
সর্বশ্রেষ্ঠ গালিয়ার মতো গালি
দিতে শুরু করে
অামি নাকি ভিঁরু,অকর্মা, আমড়া
কাঠের ঢেকি,
তুমি চলে গেলে তাই নাকি
আমার এতো ফটফটানি।            
            
867 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য