এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 15 অক্টোবর 2015 09:51

চাঁদ নয়তো একার

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                একান্তে চেয়েছি আর নয় সবর।
ফাঁদ পেতেছি চাঁদ ধরব বলে,
চাঁদে আর ফাঁদে লুকচুরি চলে।
তবুও চাঁদ আসে নাকো ধারে
যদিও আসে নিজেকে ডুবায়ে আঁধারে।
চাঁদকে নিজের ভেবে করেছি ভুল,
বামনকি আর পাঁয় চাঁদের কূল?
ভুল জেনেও পাঁ দিয়েছি ভুলে
চাঁদনি রাত তবুও পুড়েছি জ্বলে।
চাঁদের ভালবাসা সেতো হয় সীমাহীন
একান্তে চেয়েছি বলে করেছে বিলীন।
০২/১০/২০১৫            
            
960 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য