শনিবার, 07 নভেম্বর 2015 01:18

নতুন গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                নতুন গান

ভুত মামারা নাস্তা করে
আস্ত মানুষ গিলে,
মানুষ খেকো ভুত দেখে
চমকে ওঠে পিলে।

প্রতি দিন মারে মানুষ
গোটা দশেক হবে,
এদের কাণ্ড দেশ থেকে
কবে বিদায় হবে।

মেঘ বালিকা চিঠি পেয়ে
আসলো উড়ে উড়ে,
ঘাড়টা তার ভেঙ্গে দিয়ে
ফিরে আসলো ঘরে।

উড়ে এসেই কেড়ে নিলো
বহু ভুতের প্রাণ,
সবাই এলো নেচে নেচে
গেয়ে নতুন গান।

বিন্যাশঃ অক্ষরঃ ৯, ৭, ৯, ৭... শব্দঃ (৪,৩, ...৪,৩)            
            
774 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « ধারণ করি। নেশায় চুর »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক cvFldxfl মঙ্গলবার, 11 জুলাই 2023 09:02 লিখেছেন cvFldxfl

    Petal Smart is a Doctor of Veterinary Medicine and has been an editor in the veterinary and medical sciences since 2015 order priligy online usa 45 We studied the association between tamoxifen adherence and various factors to help explain the high proportion of adherence found in our study; however, only the number of additional medications, not skipping doses of tamoxifen when feeling worse and having a stable job were statistically significant

  • মন্তব্যের লিঙ্ক নাহিদুর রহমান( নাহিদ) মঙ্গলবার, 10 নভেম্বর 2015 06:40 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)

    মেঘ বালিকার আগমন সার্থক হোক।মুগ্ধতা রেখে গেলাম দাদু ভাই

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.