এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 নভেম্বর 2015 06:38

এবার বুঝি শীত এলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অক্টোবর শেষ হতে না হতেই
শুরু হয় নীলাম্বরে সেই শৈশবি
খামখেয়ালি,
দাম্ভিক অহমিকায় ভেঙ্গে দেয়
আয়না।
এক গজ দূরে প্রিয়সীর মুখ তবুও
দেখা যায়না ঘন কুয়াশায়।
সারা বছর ধরে ধার করা শ্রমিকের
সঞ্চিত ঘাম,
রাত্রিজুড়ে টিনের চালে,গাছের
পাতায়,ঘাসের আগায় অথবা
মায়ের আদুরী কলসী বেয়ে
ঝরে পড়ে বিন্দু বিন্দু শিশির।
শীতের অাগমনি বর্তায়
আমার উৎপল যৌবনে দিয়ে যায়
বার্ধক্যের খসখসে অনুভূতি সারটা
দিন ধরে তখন আমার ভাবতে হয়
এবার বুঝি শীত এলো।
২৫/১০/২০১৫ ইং
রবিবার,বিকাল ৪:৪৫ মি            
            
723 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য