এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 10 নভেম্বর 2015 06:25

নূপুরধ্বনি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ঢেকিতে ধান ভানছো তুমি
আলতা রাঙ্গা পায়ে,
রূপোর নূপর খেলছে খেলা
তোমার চরণ ছায়ে।
বাজছে নূপুর কি যে মধুর
তোমার পায়ের তালে,
ব্যস্ত পথিক থেমে যাবে
নূপুরের ঐ ছলে।
আমার কথা বলব কি আর
ছন্দে গেছি ভেসে
নূপুরের ঐ ছন্দে আমার
মনটা গেছে ফেসে।
বিশ্ব সেরা বাজনদার ও
বাজনা গেছে ভুলে,
উপুড় হয়ে নূপুরধ্বনি
শুনছে চরণ তলে।
তোমার পায়ের নূপুরধ্বনির
তুলন কি আর চলে,
নিজেই নিজের রেকর্ড ভাঙ্গে
আপন শক্তি বলে।
২৭/১০/২০১৫ ইং
সোমবার,রাত ৯:৩০ মিনিট            
            
781 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য