এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 নভেম্বর 2015 06:30

ঘাসফুল

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ঘাসফুল তোর দুঃখের বেদন
শোনে না কেউ মনের রোধন
ভুল করে ও ভুলে,
অার কতকাল পিষ্ট হবি
ওদের পায়ের তলে।
পিষ্টে পথিক ফের দ্যাখে না
পিষ্টে যাওয়া মরণ,
কি কথা কও আকুল মনে
লেপ্টে তার ঐ চরণ।
অামার কাছে আসলে হবি
প্রিয়ার কানের দুল,
মায়ের খোপায় গুজব তোকে
তোর হবে না তুল।
বানাব তোকে হারিয়ে যাওয়া
বোনের নাকের ফুল,
অভিমানী ফুল আর থাকিস না
অামায় ভেবে ভুল।
এতো কিছুর পরে ও তোর
সুখ যদি না অাসে,
তোকে অামি পাঠিয়ে দেব
ধ্রুব তারার দেশে।
০১/১১/২০১৫ ইং
রবিবার সন্ধ্যা ৬:৩০মি:            
            
737 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য