শুক্রবার, 13 নভেম্বর 2015 20:08

উপমিত হবো

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                উপমিত হবো বলে এ পথে এসেছি।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।

শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা। 
সময়ের ঠোঁটে তাই ফুটলো হাহাকার।

অভিনেতা হতে চেয়ে সালমানের মর দেহে
পশম খুঁটেছি বহুকাল,
কুক্ষিগত মাদুরে লুকিয়ে রেখেছে
অভিজ্ঞতার বিপ্লব, 
অতঃপর পারিনি নৃত্যের তালে
ঢেউ ঢেউ খেলতে -তার মতন।

জয়নুলের বাবুই চোখে
তুলি ঘুরিয়ে ঘুরিয়ে
চিত্র আঁকতে চেয়েছি তার মতন,
অতঃপর বিবশ হাতে তুলিসমূহ
ছিচকে মেঘের ঘোরে হারিয়ে যেতে যেতে
নিঃশেষ হয়ে গেলো শিল্পীত মোহ।

তারপর কবি হওয়ার লোভে
প্রকৃতির ছিরিছাদে যাপমান 
জ্যামিতির ইতিহাস, 
বৃত্তের বাইরে উস্কানির মাদকতায়
ভরপুর অনুভূতির চারাগাছ।
কৃষিকলম খুঁটে খুঁটে যন্ত্রণা উপড়ে
তোলা শিখলো ছন্দ পাঠে।

তুই কবি বানাবি হে মায়াবিনী, 
উপমায় জরিয়ে দিবি স্বপ্নের চাদর?

লেখাঃ ২১ / ০৯ / ১৫ইং।            
            
640 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এই বিভাগে আরো: « কবিতার আলোয় মেয়ে »

3 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক gyvvmXeUl বুধবার, 19 জুলাই 2023 03:07 লিখেছেন gyvvmXeUl

    In the first episode, the extra characters are does porn cause erectile dysfunction in young men the majestic how was viagra discovered sword light at the top of Bai Zhihan finpecia for sale The MIC values obtained should be interpreted according to the following criteria TABLE 4

  • মন্তব্যের লিঙ্ক মোঃ নাজমুল কবির শনিবার, 14 নভেম্বর 2015 21:57 লিখেছেন মোঃ নাজমুল কবির

    সে কারণেই আমি কোন উপমায় উপমায়িত করবো বুঝতে পারছি না, দারুন ভাবনা, চিন্তা-চেতনা আমার কাছে বেশ ভালো লেগেছে

  • মন্তব্যের লিঙ্ক নাহিদুর রহমান( নাহিদ) শনিবার, 14 নভেম্বর 2015 06:49 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)

    বেশ সুন্দর ভাবনার প্রকাশ।প্রথমে সুরকার তার পরে শিল্পী কবির ইচ্ছা কে একে একে উড়িয়ে দিল। পরিশেষে কবিতায় কবিকে বরণ করে নিল উপমার বরণ ডালায়।অসাধারণ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.