এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 নভেম্বর 2015 06:25

মেয়ে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মুখে তোমার দুষ্টু হাসি,চোখে কথা কও
ভালবাসার ফুল ফুঁটিয়ে ,নিজেকে লু্ঁকাও।
বয়স তোমার উনিশ কুড়ি,নাইতো চাওয়ার শেষ,
মনে তোমার অসীম চাওয়া, মুখে বল বেশ।
মেয়ে একটু আদর নেবে,মুখে বলছো না,
পাওয়ার আশায় বুক ফাটছে,চোখের কোনে হাঁ।
মেয়ে একটু আদর খাবে,ঠোঁটটা তোমার দাও
প্রেম তৃষ্ণায় অধর কাঁপে,স্পর্শ না চাও।
অন্তরেতে শত চাওয়া,কথায় বল না,
বাহির পানে না'য়ের ছবি,গহিন বনে হাঁ।            
            
715 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য