এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 নভেম্বর 2015 13:39

হে বীর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হে বীর,

তোমার অপেক্ষায় জাগ্রত বাংলাদেশ

হাতে নিয়ে আছে প্রতিবাদের নিশানা

জাগবে বলে তোমার ডাকে ।

হে বীর,

আমরা জাগ্রত বাংলার অসহায় জাতি

রক্ষা করো আমাদের,

তোমার শক্তিতে মুক্তি মোদের

হতে পারে কাপুরুষের অবসান ।

হে বীর,

তোমার অপেক্ষায় বসে আছে

আগামী দিনের কর্ণধার সম্ভাবনাময় শিশু

বীরত্বে চায় তোমার আশীর্বাদ ,

চুরমার করবে বলে তিমির রাত্রি

তরুণ প্রজন্ম চায় তোমার আলো।

হে বীর,

কথা বলো বাংলার প্রানে

বাংলার সুরে জাগ্রত বাঙালীর গানে গানে,

হুকুম দাও প্রতিবাদ করবে বলে

 মহাকালের অশুভ শক্তি বিরুদ্দে।

হে বীর,

বাঙালী আর দেখতে  চায়না

অসহায় মায়ের করুন চিৎকার,

আর শুনতে চাইনা বোবা বোবা কান্না

এই বাংলার জীবন ধারায় ।

হে বীর,

ফিরিয়ে দাও সোনালী সোনার বাংলা

ফিরিয়ে দাও বাংলার ইতিহাসের লাখো বীররের বাংলা

যারা লড়েছে মরেছে অমর করে গেছে মাতৃভূমি

সেই সকল ভাষা সৈনিকের বাংলা ফিরিয়ে দাও।  

হে বীর,

আমরা চাইনা অত্যাচার লোভ-লালসার বাংলা ,

তুমি মোদের কর্ণধার,  

গড়ে দাও আমাদের সোনার বাংলা, সোনার বাংলা।

948 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য