এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 17 নভেম্বর 2015 10:08

কবরে একটু মাটি দিও

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কবরে তুমি মাটি দিও
মো : নাহিদ রহমান
---------------------------
যেদিন আমি সাজব অতি নব্য সাজে
সেদিন সখি এসো তুমি আমার খোঁজে।
ভয় পাবেনা আমার সকল সাদা দেখে,
নতুন পথের পথিক হব আতর মেখে।
মৃত চোখে দেখ কেমন জল গড়ায়,
নিথর দেহ থাকবে কেবল তোমার আশায়।
সেদিন সখি দেখ একটু আমার পানে,
আত্মা আমার বিভর রবে তোমার গানে।
হয়তো সেদিন পাবেনা আর কথার সাঁড়া,
কাঁদবে হিয়া একলা যেতে তোমায় ছাড়া।
সাদা কাপন থেকে আমার স্পর্শ নিও,
করুণা করে কবরে আমার মাটি দিও।
১৭/১১/২০১৫ ইং
মঙ্গলবার,সকাল ৮:০০            
            
813 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য