এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 17 নভেম্বর 2015 14:37

নিয়ম বিধি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওরা আসে প্রকৃতির ডাকে 

বলে প্রকৃতির মাঝে বসবাস,

প্রকৃতির সুরে বাজে ওদের সুর

প্রকৃতির সারায় চুপচাপ ।


ওরা প্রকৃতির মায়ায় জীবন গড়ে

ছুটে চলে খুঁজতে প্রকৃতির নতুন সুর

হউক প্রকৃতি দিগন্ত-জোড়া

তবুও বাজাবে প্রকৃতির নয়া  দিগন্তের সুর ।


ওরা মানেনা কোন ঋতুরাজ

সময়ের স্রোতে ছুটে চলে যায়

কখনো ফিরতে শিখেনি বার বার।


ওরা আর কেহ নয় জীবন চলার গতি

ফিরাতে চাইলেও আর ফিরবেনা

জুড়ে দিলেও হাজার লক্ষ কোটি বারের আকুতি।


ওরা পাষাণের চেয়ে পাষান

চলে গেলে আর ফিরেনা

জানেনা নিতে পিছু টান ।


ওরা কেমন প্রকৃতির সুর

শুনতে চাইলে দূরে সরে যায়

ধরতে গেলে বহুদূর ।

870 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য