এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 18 নভেম্বর 2015 12:56

অবাধ্য হৃদয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অবাধ্য হৃদয়


ওর মুগ্ধ চোখে ছিল বিশ্বাসের ভাষা
আশার নির্যাস, নিস্কাম নিরাভরণ  পথ চলার
একটু সুখ, একটু শান্তি, একটু প্রত্যয়
একটু আশ্রয়ের নরম-কোমল, 
সহজ-সরল ভাবনা---

দীর্ঘ সময়ের আলো-ছায়া ঘেরা উঁচুনিচু পথে
চলতে চলতে, নদী ভাঙ্গনের খেলা
দেখতে দেখতে, সুন্দর আকাশ, নক্ষত্র-চাঁদ,
তারকার মেলা দেখতে দেখতে
কি এক অচেনা সুখের টানে, ঐখানে এসে
থেমে গেল, থমকে দাঁড়ালো, দেখলো 
নিজের অশান্ত, অস্থিরতার
প্রশ্রয়ের পরাগ মাখা দর্পণে
নিজের ছবি, তোমার ছবি---

ওর দিকে তাকিয়ে দেখ ওর অস্তিত্ব
নিবিড়-শান্ত আত্ম প্রত্যয় দীপ্ত
মিহিন আলোর নতুন ফাগুনের
হাট-বাজার, মুল্যহীন বেচা-কেনার মেলা
ওখানে বন্ধন আছে মুক্তির,
ওখানে তৃপ্তি আছে ত্যাগের,
ওটা হৃদয়---ওখানে হৃদয়ের সাথে হৃদয়ে
ঘর-গেরস্থালী আপন নৈপুণ্যে 
অমৃতলোক রচনা করে চলেছে---

ওর পথ রুদ্ধ করনা ও মরে যাবে,
ওর চলার গতি বন্ধ করনা
           আত্ম পীড়নে ও নিঃশেষ হয়ে যাবে,
ওকে সীমাবদ্ধ থাকতে বলনা
          ওর অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

তোমার সাজানো শৃংখল থেকে তাকে 
মুক্তি দাও, তোমার নিয়মের কারুকাজ থেকে
ওর প্রত্যয় ফিরিয়ে দাও, ও অবাধ্য---
সংযমের পাথর গুহায়
ওকে থাকতে বলনা, বন্ধু--

তোমার অসীমের মৌলিকত্বে
ওর অসীম ছায়াকে অবগাহন করতে দাও---
সীমার আঁচলে বন্ধ করনা
মুক্ত দিগন্তে ওকে হারাতে দাও।

#বরিশাল,  ১৫/১১/১৫            
            
761 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 21:59
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য