এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 নভেম্বর 2015 14:19

জেগে ওঠো তরুণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একটা মিছিল হবে 
বাঙালি জাতির মিছিল
ভাষার জন্য মিছিল
অধিকার আদায়ের জন্য মিছিল
স্বাধীনতার জন্য মিছিল
প্রতিবাদের জন্য মিছিল হবে ।

মিছিল হবে শহরের ওলিতে গোলিতে
রংবেরঙের ব্যনার পোষ্টার থাকবে
প্রতিটি বিপ্লবী জনতার হাতে
খবর পৌঁছানো হবে শহরে বন্দরে
সর্ব স্তরের জনতার ঘরে ঘরে।

মিছিল হবে জুলুমের বিরুদ্ধে
অত্যাচারীর বিরুদ্ধে
অসহায়ের অধিকার আদায়ের জন্য
সাদু বেশে থাকা অমানুষ গুলোর বিরুদ্ধে।

একটা মিছিল হবে
জনতার জোড়াল মিছিল,
নিরীহ বাঙালীর শ্রম আদায়ের মিছিল
সর্ব স্তরের জনতার মিছিল।

মিছিল হবে
মায়ের অধিকার আদায়ের জন্য
দেশ , মা , মাটি রক্ষার জন্য
বাংলার পিপাষুদের বিরুদ্ধে ।

যারা নীতির পোশাক পড়ে
দুর্নীতির পাহাড় গড়ছে ,
অসহায়ের মুখের আহার কেরে নিয়েছে
তাদের বিরুদ্ধে মিছিল হবে!

মিছিলে থাকবেনা কোন বেদাবেদ
উচু নীচু ধনী-গরিব
ধর্ম বর্ণের সংজ্ঞা ভুলে
অংশগ্রহণ করবে সর্ব স্তরের
জাগ্রত বাঙালী জনতা।

(কবিতাটি তরুণের কণ্ঠকে জাগ্রত করতে, অতীত সময়-কে স্মরণ করে লেখা।)
848 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য