এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 নভেম্বর 2015 06:48

আমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি
মো:নাহিদ রহমান
-------------------------
আমি সেই ছেলে 
কষ্ট তিথিতে যার জন্ম,
অবাক হলে তাই না, 
আসলে কষ্ট তিথি বলে আদৌ
কোনো তিথি আছে বলে
আমার জানা নেই,
এটা আমার কষ্টের বহিঃপ্রকাশ মাত্র।
জন্মের প্রথমে শোনা হলো 
পিতার মুখে দায় সারা আযান,
টালির চালের ফাঁক দিয়ে 
দেখা হলো প্রথম আকাশ,
আকাশের সাথে সেই 
প্রথম কথা হলো সেদিন।
আকাশ আমায় দেখে 
মুচকি হেসেছিল,
সেই অমূলক হাসির মানে 
আজও খুঁজে চলি জীবনের 
প্রতিটি পরতে পরতে।
ভাঙা জানালার ফাঁক দিয়ে
দক্ষিণা বাতাস ছুঁয়ে দিল
আমার বিবস্ত্র দেহ,
বলেছিলাম  বাতাসকে,
ওরে বাতাস! 
আমাকে ছুঁয়ে দিয়ে এভবে
আর কিছু  সময় থাক।
তোর অায়েশী পরশ 
আমার বেশ ভাল লাগে,
মাটি ফাটা রোদ আমার যে 
আর ভাল লাগে না,
দেমাগি বাতাস থাকে নি একটুও
ছলনাময়ীর মতো প্রস্থান করল।
যাবার কালে বাতাসের চোখে জল দেখে আমি আমাকে বুঝেছিলাম তাই
আমি ও জন্মের কান্না কেঁদে দিলাম।
মধু দূরে থাক আমার প্রপ্য
শাল দুধটুকু জুটলো না ভাগ্যে।
মুখে পুরে দিল ভাতের মাড়,
বিলাসী ভাব নিয়ে উগড়িয়ে দিলাম সব।
কিন্তু তাতে লাভ হলো না,
অতঃপর চিনি মেশান ভাতের মাড়
আবার গেলানোর চেষ্টা।
বুঝেনিলাম পড়ে নিলাম এক নিমেষেই 
আমার অাপাততো ভাগ্য,
এখানে আমার বিলাসী ভাব আর সয় না।
অনিচ্ছায় সবটুকু গড়গড় করে 
গিলে নিলাম তিক্ত স্বাদে।
পরে জেনেছিলাম মায়ের
চিকন দেহে দুধছিল না,
দারিদ্র সেই রক্ত চুষক
মরণ চোষণ চুষেছে দুধে।
তাই আমি সেদিন কষ্ট পাই নি,
আমি প্রথম সেই একবার 
কেঁদেছিলাম জন্মে,
আর কাঁদেনি বিশ্বাস কর 
কান্না এলেও কাঁদেনি, 
দুঃখ পেলেও কাঁদেনি আর 
দুধ পাইনি তবুও কাঁদেনি,
পঁচিশ বছর পরেও আমি কাঁদেনি।
জানো আমার কোনো রাশি নাই,
জন্ম আছে তবু  জন্মদিন নাই,
জন্মদিন  নাই কারণ 
জন্মতারিখ মনে নাই, 
কারণ পিতামাতা অজ্ঞ।
জানো তবুও আমি কষ্ট পাই নি, 
কারণ তাদের অজ্ঞতাই 
আমার বিবিধ রতন।
আমি সেই ছেলে 
স্কুলের প্রথম দিনথেকেই যার
কোনো বন্ধুছিল না।
কারণ পারফিউম এর পরিবর্তে 
কাঁদা, মাটি আর গাছ গাছালির গন্ধ 
মেখে থাকত আমার  গায়ে।
বাবার মতো আমারও যে আছে 
সে সবের সাথে গভীর সখ্যতা।
আজ আমার অনেক বন্ধু অনেক,
অনেকের অনেক ভালবাসার
ভীড় দেখি চারপাশে,
প্রিয়ার চোখে আজ আর 
অবহেলা দেখি না।
অনেক কাব্য,কবিতা আছে,
তবে ওরা আমার গায়ে আজ
 কাদার গন্ধ পায় না,
হুম,তবে আমি কিন্তু পাই,
সেই শৈশবী কাদার গন্ধ,
আমার কবিতায়,কাব্যে
আমার উচ্ছ ডিগ্রি প্রাপ্ত দেহে 
আমার সমস্ত সত্বায় 
আমি আজো কাদার গন্ধ পাই 
আমার পাই সেই শৈশবি কাদার গন্ধ।
৩৩/১১/২০১৫ ইং
সোমবার,রাত ১০:০০            
            
660 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য