মঙ্গলবার, 24 নভেম্বর 2015 22:13

স্বজাতি অভ্যাসীব-।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ব্যাংকে ব্যাঙ ডুকেছে,
পরিচালনায় সাপ।
ওরে বাপরে বাপ,
আমিতো অবাক।
দেখি একি কান্ড!!!
চারদিকে লন্ডবন্ড-
ইঁদুরের গর্তে বিষাক্ত সাপ।
সাপুড়িয়া ভাই-
কোথায় যাও লাঠি বিহীন হাতে!!?
নাকি মন্ত্রবল বুকে সব??
বকের বসতিতে কাকের ডিম,
চানার পালক কালো-
এতে ভাবনার কি?
এরি লাগি ডাক্তার,বৈদ্যের-
বাদ্যযন্ত্রের প্রয়োজন কি?
নিজ নিজ স্বজাতির অভ্যাসীব-।
ন্যায়পথে অন্যের অভিশাপ।            
            
795 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 24 নভেম্বর 2015 22:28
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.