নারী নারী- তুমি বিধাতার অপূর্ব সৃষ্টি ভালবাসার গান তোমার মাঝেই আছে যুদ্ধ, বিগ্রহ, শান্তির বান। নারী- তুমি বিহনে নর হৃদয়ে সদা হাঁকে অজয়ের ক্ষুদ্ধ উর্মি জ্বলে আগ্নেয়গিরির মহা অগ্নি। নারী- তুমি ইশ্বরের শ্রেষ্ঠ কৃত্তি রহস্যেময় এক ফুল তোমার মাঝেই আছে কামনার সৌরভ স্বর্গের সুখ আজীবন ভালবাসার আর্তি। নারী- তুমিই দিতে পারো প্রেরণা জ্বালাতে পারো সুখের প্রজ্জ্বোল সহসা পূর্ণ করে অপূর্ণতার ভ্রান্তি সুখের দরিয়াই ভাসাতে পারো সব ক্লান্তি। নারী- তুমি মাতা, তুমি বধু, তুমি প্রিয়া তোমার মাঝেই আছে মানবের ধারা যুগে যুগে তুমি দিয়ে গেছ প্রেম,জাগিয়েছ আশা তুমি সৃষ্টির সুন্দর মমতার ছায়া।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
1 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 09 জুলাই 2023 19:21 লিখেছেন SsKwGTvWg
How many families THC CBD essential oil afraid this real home is the one that comes back the least, and the spots are fine The broken things flowed in his heart, making Elroy Mcnaught a little ecstatic legit cialis online
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.