শনিবার, 12 ডিসেম্বর 2015 12:17

জবাব চাই

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জবাব চাই

শেষ হয় নাই হায়েনা দিচ্ছে মাথা চাড়া,
খপ্পরে ফেলে মা-বোনের ইজ্জত নিয়েছে এরা।

হাস্যোজ্জ্বল তারা পতাকা লাগিয়ে এখনও চালায় গাড়ি,
সিদ্ধহস্ত ছিলো তারা সম্ভ্রমহানী মা-বোনের ইজ্জত মারি,
নাটক সাজিয়ে সমাজের মাঝে দেখাচ্ছে মিথ্যা আহাজারী।

এমনতো হবার কথা ছিলো না এ সোনার বাংলায়,
তবুও কেনো আজো মায়েরা তাদের পুত্র হারায়।
জবাব দাও------ জবাব চাই।
মানুুষ, দেশ, জাতি সকলের কাছে।

১১-১২-১৫, শ্রীপুর            
            
813 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « পরতে পরতে ভয় অপ্সরা »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক excusenna শুক্রবার, 04 অক্টোবর 2024 04:38 লিখেছেন excusenna

    My imaging tests look normal but I feel like I am dying can you buy priligy in usa

  • মন্তব্যের লিঙ্ক wBSeFJfZa বুধবার, 19 জুলাই 2023 00:09 লিখেছেন wBSeFJfZa

    Molecular and genetic evidence indicates that locally produced signaling molecules, including cytokines, growth factors, homeobox transcription factors, lipid mediators and morphogens, together with ovarian hormones serve as autocrine, paracrine and juxtacrine factors to obtain uterine receptivity 8 viagra interactions

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.