শনিবার, 12 ডিসেম্বর 2015 12:24

অপ্সরা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অপ্সরা

সৌষ্ঠব পিঞ্জরস্বরূপ দেহ
অর্থের লোভে কামনার মোহে
নিজকে তুলে দাও অন্যের কাছে
নির্লজ্জ অপ্সরা অপরের বাহুবন্ধনে....

মানুষের মনুষ্যত্ব নেই তোমার
তোমাকে ধিক্কার দেবো কোন ভাষায়
মৃত বৃক্ষরাজীর আছে সম্মান
তুমি সমাজের কাছে ঘৃণার পাত্র....

বহুবিধ ভাষার অলঙ্করণে ভূষিতা
বেশ্যা, পতিতা, কসবি, গণিকা
আরও কত নামে ভূষিত তোমরা
লজ্জা করে না মুখ দেখাতে....

চঞ্চলা চপলা দেহ সৌষ্ঠব দেখিয়ে
ঠোঁটে হরেক রকম লিপস্টিক মেখে
অপেক্ষায় বসে থাকো খদ্দেরের আশায়
মৃত্যুর কথাও মনে পড়ে না একবার....

গঞ্জনা আর লাঞ্চিত হবার আগে
মুক্ত হয়ে খুঁজে নাও মুক্তির বারতা
কলুষ মুক্ত হোক নগ্নতার আবরণ
সমাজে গড়ে তোলো নতুন জীবন।

সময়ের সিঁড়ি বেয়ে বেড়িয়ে এসো
দেশ-জাতি সমাজকে ভালোবেসো।

শ্রীপুর, ০৮-১২-১৫, রাত ২:২৬            
            
791 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক GsDyyVk বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 20:29 লিখেছেন GsDyyVk

    Tumors were excised in toto; after formalin fixation of part of the tissue for histology, the remainder was extracted with phosphate buffered salt solution pH 7 discount cialis Therefore, the quality of preclinical research studies related to brain protection will be judged using guidelines originally proposed by the Stroke Therapy Academic Industry Roundtable group 11, 12 and adopted by brain trauma investigators 13

  • মন্তব্যের লিঙ্ক সুজন হোসাইন শুক্রবার, 18 ডিসেম্বর 2015 18:28 লিখেছেন সুজন হোসাইন

    সময়ের সিঁড়ি বেয়ে সত্যি বেরিয়ে আসতে হবে আমাদের দাদাভাই।পিছুটানের মায়া ছেড়ে দিতে হবে ।খুব ভালো লাগলো

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.