সোমবার, 14 ডিসেম্বর 2015 21:02

ভুল মহাভুল

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভুল মহাভুল 

অবজ্ঞা অবহেলায় অবুঝ অন্তরে
অনেক সময় করেছি নষ্ট-
বৃদ্ধ বয়সে বার্ধকে বসে
মনে মনে পুষে রেখেছি কষ্ট।

পরতে পরতে পঙ্কিল পুঞ্জিভূত
আকলে অকালে করেছি শেষ
তাবৎ তুরঙ্গম তপস্যায় তনু
সময় থকতে করতে পারিনি বেশ।

অন্তরে অন্তরে অনেক অভিযোগ
নিজকে নিজের মাঝেই পুষি
হোক না হোক ভুলের উশুল
আমার কাছে আমিই দোষী।

বোধ থকতে বুঝিনি মূল্যবোধ
সবকিছু হারিয়ে আজ আমি
কিংভুতকিমাকার কঠিন কণ্ঠে
ভুল যা করেছি জানেন অর্ন্তযামী।

১৩-১২-২০১৫, রাত: ০:৫২            
            
740 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 14 ডিসেম্বর 2015 21:05
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক nhxOZebYq শনিবার, 08 জুলাই 2023 06:50 লিখেছেন nhxOZebYq

    4 Kawanishi 2011 Retrospective case series n 181 Japan PD patients Surgery Total enterolysis n 181 Surgery Recurrence 25 want to buy cheap levitra

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.