এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2015 00:35

একটা বিপ্লব হোক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                একটা বিপ্লব হোক...।
সদ্যজাত শিশু থেকে মৃত্যুমুখী বৃদ্ধা পর্যন্ত
 সবকিছু বদলে দেয়ার বিপ্লব।।
নুহের প্লাবনের পর যেমন বদলে গেছে বিশৃঙ্খল সমাজ,
একটা প্রলয়ঙ্করী বিপ্লব হোক,
যে ধার্মিক ধর্মের মুখোশে মানবতাকে হত্যা করে, তার বিরুদ্ধে;
যে নেতা জনতার স্বপ্ন পুড়িয়ে ঘরে আলো দেয়, তার বিরুদ্ধে;
যে শিক্ষক ক্ষমতার দাসত্ব শেখায়, তার বিরুদ্ধে;
আরো একটা বিপ্লব হোক....
যে বুদ্ধিজীবী সকাল-বিকাল বেশ্যার মতো বিক্রি হয়, তার বিরুদ্ধে;
যে সাংবাদিক সত্যকে গলা টিপে মেরে স্বস্তি পায়, তার বিরুদ্ধে,
যে চেতনাধারী দুর্বলকে পিষে মজা নেয়, তার বিরুদ্ধে;
আরো একটি বিপ্লব হোক.........।
যে শিশুটি শীতের মধ্যরাতেও রাস্তা ছাড়া ঠাই পায় না, তাঁর জন্য;
যেই পিতাটি না খেয়ে সংসার চালিয়ে আজ ক্লান্ত, তাঁর জন্য;
যে মেয়েটি সম্ভ্রমহানির ভয়ে গৃহবন্দী হয়, তাঁর জন্য;
আরো একটি বিপ্লব হোক।
বায়ান্ন আর একাত্তরের মতো বিপ্লব।            
            
826 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 23:54
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য